ময়মনসিংহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

By | জানুয়ারি 29, 2020

আশিকুজ্জামান ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে আবুল হাসেম (৬৭) নামে এক বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলার গালাগাঁও ইউনিয়নের মাইলোরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম মাইলোরা গ্রামের মৃত ছুল মাহমুদের ছেলে।

স্থানীয়রা জানান, আবুল হাসেমের সঙ্গে তার ছোট ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাত ১০টার দিকে আবুল হাসেম বাজার থেকে বাড়ি ফেরার পথে ছোট ভাই আবুল কাশেম ও তার লোকজন কুপিয়ে তাকে আহত করে।

তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা নেয়ার পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় পুলিশ নিহতের অপর ছোট ভাই কাজিম উদ্দিন তোতা (৬২) ও প্রতিবেশী উমর ফারুকের ছেলে আবুল কালামকে (৪৫) আটক করেছে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।