সোনারগাঁয়ে চৌধুরীগাঁ উচ্চ বিদ্যালয়ে দুঃসাহিক চুরি

By | জানুয়ারি 23, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের ফটকের গ্রিল কেটে সিসিটিভির সার্ভারসহ মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল ইসলাম রবি জানান, বুধবার দিবাগত রাতে স্কুলের ফটকের তালা কেটে চোরের দল প্রধান শিক্ষক বশির আহমেদের কক্ষ ও শিক্ষকদের কক্ষে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা ও মূল্যবান ফাইল পত্র ও সিসিটিভির সার্ভার লুট করে নিয়ে যায়। তবে চোরেরা নগদ কতো টাকা নিয়েছে তা এখনও নিরূপণ করা হয়নি। তিনি আরো জানান, পুলিশে খবর দেয়া হয়েছে। পুলিশ আসলে ক্ষতির পরিমাণ জানা যাবে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন, আবু বকর সিদ্দিক, গাজী সুমন ও শফিকুল ইসলাম।চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ জানান, বুধবার রাতে নাইট গার্ড তার ডিউটিতে না থাকায় চোরেরা এ ঘটনা ঘটিয়েছে।সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।