আন্তর্জাতিক মাতৃভাষা ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

By | ফেব্রুয়ারি 21, 2020

কালিয়াকৈর প্রতিনিধি ঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি আজ শুক্রবার সারা বাংলাদেশের শহীদের আত্মার মাগফেরাত, পুষ্প প্রদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্যদিয়ে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা সফিপুর এলাকার আন্ধারমানিক নামক স্থানে যুব সমাজের উদ্যোগে গড়ে উঠা জনকল্যাণ সংস্থা, এর পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষায় শহীদের আত্মার মাগফেরাত ও পুষ্প প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উক্ত সংস্থার কার্যকারী কমিটির সদস্য জনাব মোহাম্মদ জসিম খন্দকার, জনাব আব্দুস সালাম সরকার, আরো উপস্থিত ছিলেন উক্ত সংস্থার উপদেষ্টা জনাব সরকার আব্দুল আলিম, গণমাধ্যমকর্মী শুয়াইব মৃধা, জনাব মাকসুদুর রহমান মাসুদ, জনাব আশিকুর রহমান, দেলোয়ার হোসেন মুন্না ও সাংবাদিক মোঃআবু হানিফ (হীরা) সহ এলাকার বিভিন্ন শ্রেণীর লোকজন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।