মশুরাকান্দা সরঃপ্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন চেয়ারম্যান-জিন্নাহ্

By | ফেব্রুয়ারি 23, 2020

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে মশুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে মশুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে।

বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব বাহাউদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বলেন, ভালো ছাত্র নয়, ভালো মানুষ হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। তাহলেই দেশ এগিয়ে যাবে। স্কুলে যেন শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে। খেলাধুলা থেকে দূরে থাকলে তারা মাদক ও নানা খারাপ কাজে জড়িয়ে পড়বে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রতিদিন একটি ভালো কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সনমান্দি ইউনিয়নের কৃষকলীগের সভাপতি জামাল হোসেন, ৬ নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম টিক্কা খাঁন, হাজী বিল্লাল, সাবেক মেম্বার মতি, হারুন অর রশিদ মেম্বার , বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,আজারুল ইসলাম, সৈয়দ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, লুৎফা মেম্বার , খাদিজা মেম্বার সহ ও বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নাজমীন সুলতানা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।