ময়মনসিংহে সড়কে প্রাণ গেল মুক্তিযোদ্ধা ও ব্যাংক কর্মকর্তা ২ ভাইয়ের

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় সহোদর দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল উপজেলার কানহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন- মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭০) ও ওয়াহেদ আলী (৫৫)। মৃত দুই ভাইয়ের বাড়ি উপজেলার উজান বৈলর এলাকায়।

পুলিশ জানায়, নিহত দুই ভাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কানহর এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনেই নিহত হন।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।