শীতলক্ষ্যার পাড়ে খেয়া ঘাটে সিঁড়ির নিচে অগ্নিকান্ড

By | মার্চ 26, 2020

 

 

ট্রাভেল রিপোর্টার:

মমিনুল ইসলাম:-

নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল এলাকা। এই শহরে তৈরি হয় নানান ধরনের পণ্য। বিভিন্ন জেলা থেকে মানুষ নারায়ণগঞ্জ আসে জীবিকা আহরণের জন্য।

এই শহরটিকে পরতে হয় বিভিন্ন সমস্যার মুখে।

নানান ধরনের দুর্যোগ মোকাবেলা করতে হয় শহরটিকে।

রোজ বৃহস্পতিবার ২৬-০৩-২০২০ ইং তারিখে সন্ধ্যাবেলা আনুমানিক ০৭.০০ নাগাদ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার লক্ষনখোলা ১নং ঢাকেশ্বরী খেয়াঘাটে সিঁড়ির নিচে তুলার স্তবে আগুন লাগতে দেখা যায়।

আগুন লাগার ঘটনা বিস্তারিত জানতে গেলে এলাকাবাসীরা জানান কারো ফেলে দেয়া সিগারেটের ফুলকি থেকে এই অগ্নি কান্ডের উৎপত্তি। তাছাড়া আগুন লাগার আর কোনো কারন নেই বলে জানান এলাকাবাসী।

অগ্নি কান্ডের একপর্যায় এলাকার যুবকরা তা দেখতে পেয়ে অগ্নি কান্ডের স্থানের পাশে পুকুর ও নদী থেকে বালতি করে পানি দিয়ে ৩০মিনিটের মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

এলাকাবাসী থেকে আরো জানা যায় যে তুলার স্তব ছাড়া আশেপাশের কোনো কিছু এবং কারো ক্ষতি হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।