ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সনমান্দী জনকল্যাণ সংস্থার থেকে হাত ধোয়ার জন্য পানির ফিল্টার স্হাপন ও হ্যান্ড ওয়াশ সাবান বিতরণ

নারায়ণগন্জ (সোনারগাঁও প্রতিনিধি)

বর্তমানে পুরো পৃথিবী করোনা’র হাতে জিম্মি।
ইতিমধ্যে করোনা’র ভয়াবহ রূপ আমাদের সবার সামনে চলে আসছে!

সেই প্রেক্ষিতে
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ও জনসচেতনতা বৃদ্ধিতে সোনারগাঁয়ের সনমান্দী জনকল্যান সংস্থার উদ্যোগে সনমান্দী ইউনিয়নের কুমারচর, চকবাজারর, অলিপুরা বাজার, আমিন মার্কেট, দড়িকান্দী,অলিপুরা,সোনারকান্দি,নোয়াকান্দি,বাংলাবাজার, দড়িকান্দি সহ গুরুত্বপূর্ণ ১০ টি স্থানে হ্যান্ড ওয়াশ, সাবান ও পানির ফিল্টার স্থাপন করে পথচারীদের হাত ধোয়ার ব্যবস্থা সহ পরিষ্কার পরিচ্ছন্ন ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার আহ্বান জানানো হয়।

পানির ফিল্টার স্থাপনের সময় উপস্থিত ছিলেন সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক কিরন হাছান, আইটি ও মিডিয়া উপসমন্বয়ক মিমরাজ হোসেন রাহুল,শাহাদাত ভূঁইয়া,সিফাত হাছান,ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।

কিরন হাছান বলেন একমাত্র সচেতনতার মাধ্যমে করনো ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা নিজেরা সচেতন হবো এবং অন্যকে সচেতন করবো। কিরন হাসান সর্ব শেষ বলেন আমাদের আগামী আরো জনসচেতনতা পোগ্রামে কেও যদি আমাদের সংগঠন এর হয়ে কাজ করতে চান অথবা কোনো অনুদান দিতে চান তাহলে আমাদের সংস্থার সদস্যদের সাথে যোগাযোগ করুন।

Tag :

সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

সনমান্দী জনকল্যাণ সংস্থার থেকে হাত ধোয়ার জন্য পানির ফিল্টার স্হাপন ও হ্যান্ড ওয়াশ সাবান বিতরণ

Update Time : ০৮:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

নারায়ণগন্জ (সোনারগাঁও প্রতিনিধি)

বর্তমানে পুরো পৃথিবী করোনা’র হাতে জিম্মি।
ইতিমধ্যে করোনা’র ভয়াবহ রূপ আমাদের সবার সামনে চলে আসছে!

সেই প্রেক্ষিতে
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ও জনসচেতনতা বৃদ্ধিতে সোনারগাঁয়ের সনমান্দী জনকল্যান সংস্থার উদ্যোগে সনমান্দী ইউনিয়নের কুমারচর, চকবাজারর, অলিপুরা বাজার, আমিন মার্কেট, দড়িকান্দী,অলিপুরা,সোনারকান্দি,নোয়াকান্দি,বাংলাবাজার, দড়িকান্দি সহ গুরুত্বপূর্ণ ১০ টি স্থানে হ্যান্ড ওয়াশ, সাবান ও পানির ফিল্টার স্থাপন করে পথচারীদের হাত ধোয়ার ব্যবস্থা সহ পরিষ্কার পরিচ্ছন্ন ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার আহ্বান জানানো হয়।

পানির ফিল্টার স্থাপনের সময় উপস্থিত ছিলেন সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রধান সমন্বয়ক কিরন হাছান, আইটি ও মিডিয়া উপসমন্বয়ক মিমরাজ হোসেন রাহুল,শাহাদাত ভূঁইয়া,সিফাত হাছান,ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।

কিরন হাছান বলেন একমাত্র সচেতনতার মাধ্যমে করনো ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা নিজেরা সচেতন হবো এবং অন্যকে সচেতন করবো। কিরন হাসান সর্ব শেষ বলেন আমাদের আগামী আরো জনসচেতনতা পোগ্রামে কেও যদি আমাদের সংগঠন এর হয়ে কাজ করতে চান অথবা কোনো অনুদান দিতে চান তাহলে আমাদের সংস্থার সদস্যদের সাথে যোগাযোগ করুন।