কালিয়াকৈরে আরও ২যুবক করোনা ভাইরাসে আক্রান্ত

By | এপ্রিল 15, 2020

মোঃ শাকিব হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একই গ্রামের ২যুবক করোনায় আক্রান্ত। জাথালিয়া কমিউনিটি ক্লিনিক থেকে ১০জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে দুই যুবকের করোনা পজেটিভ সনাক্ত হয়, তারা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা নিজ গ্রামেই অবস্থান করছিলেন। গত ১৪ই এপ্রিল সোমবার কালিয়াকৈর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে এমন তথ্য জানানো হয়েছে। গত ১৫ই এপ্রিল বুধবার সকালে কালিয়াকৈর উপজেলা ইউএনও কাজী হাফিজুল আমিনের নেতৃত্বে ৬নং ওয়ার্ড লক ডাউন ঘোষণা করা হয়।

১নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হাকিম মিয়া, ফুলবাড়ীয়া ফাড়ির অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোকসেদ আল মামুন, মোঃ জাকিরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

এবিষয়ে ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ সাইফুল ইসলাম বলেন, আক্রান্ত পরিবারের মাঝে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে এবং এই লক ডাউন চলা কালে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।