ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে নবম শ্রেণির শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

 

 

শামীম হোসাইন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

 

মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তডিংগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কাকলী আক্তার নামে একটি মেয়ের মস্তক বিহিন অর্ধগলিত মরদেহ (লাশ) পাওয়া যায় পাশের অক্সফোর্ড একাডেমিতে।

মস্তকবিহীন মেয়ের পোশাক দেখে লাশ সনাক্ত করেন নিহত মেয়ের মা।

 

স্থানীয় সুত্রে জানাগেছে বিগত ২৫ -২৬ দিন ধরে নিখোজ ছিলেন ঐ স্কুল ছাত্রী। নিখোঁজের পর  মেয়ের মা মতলব উত্তর থানায় একটি সাধারণ ডাইরি করেছিলেন বলে জানা যায়।

আজ সকাল ১০ টার পর স্থানীয় কিছু কিশোর ক্রিকেট বল খেলার সময় বল চলে যায় অক্সফোর্ড একাডেমির একটি কক্ষের ভিতর, অই কক্ষের ভিতর থেকে বলটি কুরিয়ে আনতে গেলে অর্ধগলিত লাশ দেখতে পায় অই কক্ষের ভিতর, অক্সফোর্ড একাডেমীর একটি পরিত্যক্ত কক্ষে পচন ধরা লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়া হয়।

 

অতঃপর, মতলব উত্তর  থানা পুলিশ এসে লাশ ময়না তদন্তেরর জন্য নিয়ে যায়। এপর্যন্ত কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হয়নি এই ঘটনায়।

 

অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্রী কাকলীর এই নির্মম হত্যাকান্ডে শোক প্রকাশ করেন স্থানীয়রা, সেই সাথে অই এলাকার সাধারণ জনগণ এর সুষ্ঠু তদন্ত ও ন্যয় বিচার দাবী করেন প্রশাসনের কাছে।

Tag :
About Author Information

Palash Sikder

“রাশিয়ায় ইয়াং মেন্টর অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন বাংলাদেশের উদ্যোক্তা”

মতলব উত্তরে নবম শ্রেণির শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

Update Time : ০৯:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০

 

 

শামীম হোসাইন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

 

মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তডিংগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কাকলী আক্তার নামে একটি মেয়ের মস্তক বিহিন অর্ধগলিত মরদেহ (লাশ) পাওয়া যায় পাশের অক্সফোর্ড একাডেমিতে।

মস্তকবিহীন মেয়ের পোশাক দেখে লাশ সনাক্ত করেন নিহত মেয়ের মা।

 

স্থানীয় সুত্রে জানাগেছে বিগত ২৫ -২৬ দিন ধরে নিখোজ ছিলেন ঐ স্কুল ছাত্রী। নিখোঁজের পর  মেয়ের মা মতলব উত্তর থানায় একটি সাধারণ ডাইরি করেছিলেন বলে জানা যায়।

আজ সকাল ১০ টার পর স্থানীয় কিছু কিশোর ক্রিকেট বল খেলার সময় বল চলে যায় অক্সফোর্ড একাডেমির একটি কক্ষের ভিতর, অই কক্ষের ভিতর থেকে বলটি কুরিয়ে আনতে গেলে অর্ধগলিত লাশ দেখতে পায় অই কক্ষের ভিতর, অক্সফোর্ড একাডেমীর একটি পরিত্যক্ত কক্ষে পচন ধরা লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়া হয়।

 

অতঃপর, মতলব উত্তর  থানা পুলিশ এসে লাশ ময়না তদন্তেরর জন্য নিয়ে যায়। এপর্যন্ত কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হয়নি এই ঘটনায়।

 

অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্রী কাকলীর এই নির্মম হত্যাকান্ডে শোক প্রকাশ করেন স্থানীয়রা, সেই সাথে অই এলাকার সাধারণ জনগণ এর সুষ্ঠু তদন্ত ও ন্যয় বিচার দাবী করেন প্রশাসনের কাছে।