ময়মনসিংহে ৯ বছরের শিশুকে ‘ধর্ষণ’

By | এপ্রিল 2, 2020

আশিকুজ্জামান ময়মনসিংহ
প্রতিনিধি

ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে এ ঘটনায় অভিযুক্ত ৫০ বছর বয়সী ব্যক্তিটি পলাতক রয়েছেন, তাকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত মো. মইজউদ্দিন উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামের বাসিন্দা।

ভালুকা থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, “মঙ্গলবার দুপুরে রাংচাপড়া গ্রামের ওই শিশুকে বাড়ির পাশের ক্ষেতে শাক তুলে দেবে বলে নিয়ে যায় মইজুদ্দিন। পরে পাশের জঙ্গলে নিয়ে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।”

পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে ওই শিশুকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান তিনি।

“সেখানে চিকিৎসাধীন রয়েছেন শিশুটি।”

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।