ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনাহারে দিন কাটাচ্ছেন বৃদ্ধা আয়েশা।

ফয়সাল আহমেদ,
সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন এর সনমান্দী গ্রামে বসবাস করেন বৃদ্ধ আয়েশা।
তার স্বামী আফতাব উদ্দিন অনেক আগেই মারা গেছেন।
তার একটি ছেলে আছে, রিকশা চালিয়ে নিজের পেটে আহার দিতেই তার কষ্ট হয়।
অনেক বছর ধরেই মায়ের (আয়েশার) কোনো খুজ খবর নেয় না তার ছেলে।

বৃদ্ধ আয়েশার কোনো জায়গা জমি নেই এলাকার এক নির্জন স্থানে পরের জায়গায় এলাকাবাসী টাকা দিয়ে তাকে একটি ছোট ঘর তুলে দিয়েছেন বলে জানা যায়।
বর্তমানে এই মহিলা সেখানেই বসবাস করেন।

নির্জন জঙ্গলার আশেপাশে কোনো বাড়ি-ঘর নেই, তাকে দেখবাল করার মতও কেও নেই, একদিন না খেয়ে থাকলেও খুজ খবর নেওয়ার মতো কেও নেই তার।

এলাকাবাসী জানান,
বর্তমানে মহিলাটির অনেক করোন অবস্থা, তার বাসায় কোনো খাবার নেই, ঔষধ কিনে খাওয়ার মতো সামর্থ নেই তার।
মহিলা বৃত্তবানদের উদ্দেশ্য করে বলেন,
পবিত্র রমজান মাসে অনেকেই আপনারা যাকাত ফেৎরা অনেক জায়গায় দিয়ে থাকেন।
কেও যদি আমাকে একটু সহযোগিতা করতেন হয়তো শেষ বয়সে একটু শান্তিতে মরতে পারতাম।
সর্বস্তরের সকলের কাছে সাহায্য চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন বৃদ্ধ আয়েশা।

যদি আপনারা যাকাত/ফেৎরার একটা অংশ অসহায়, অসুস্থ, ভুমিহীন আয়েশাকে দিয়ে সহযোগিতা করতে চান, নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে আপনার সহায়তা পৌঁছে দিতে পারেন বৃদ্ধা আয়েশার কাছে।
যোগাযোগ করতে পারেন,
মোঃনুরাল সরকার
01814719281

Tag :

সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

অনাহারে দিন কাটাচ্ছেন বৃদ্ধা আয়েশা।

Update Time : ১০:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০

ফয়সাল আহমেদ,
সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন এর সনমান্দী গ্রামে বসবাস করেন বৃদ্ধ আয়েশা।
তার স্বামী আফতাব উদ্দিন অনেক আগেই মারা গেছেন।
তার একটি ছেলে আছে, রিকশা চালিয়ে নিজের পেটে আহার দিতেই তার কষ্ট হয়।
অনেক বছর ধরেই মায়ের (আয়েশার) কোনো খুজ খবর নেয় না তার ছেলে।

বৃদ্ধ আয়েশার কোনো জায়গা জমি নেই এলাকার এক নির্জন স্থানে পরের জায়গায় এলাকাবাসী টাকা দিয়ে তাকে একটি ছোট ঘর তুলে দিয়েছেন বলে জানা যায়।
বর্তমানে এই মহিলা সেখানেই বসবাস করেন।

নির্জন জঙ্গলার আশেপাশে কোনো বাড়ি-ঘর নেই, তাকে দেখবাল করার মতও কেও নেই, একদিন না খেয়ে থাকলেও খুজ খবর নেওয়ার মতো কেও নেই তার।

এলাকাবাসী জানান,
বর্তমানে মহিলাটির অনেক করোন অবস্থা, তার বাসায় কোনো খাবার নেই, ঔষধ কিনে খাওয়ার মতো সামর্থ নেই তার।
মহিলা বৃত্তবানদের উদ্দেশ্য করে বলেন,
পবিত্র রমজান মাসে অনেকেই আপনারা যাকাত ফেৎরা অনেক জায়গায় দিয়ে থাকেন।
কেও যদি আমাকে একটু সহযোগিতা করতেন হয়তো শেষ বয়সে একটু শান্তিতে মরতে পারতাম।
সর্বস্তরের সকলের কাছে সাহায্য চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন বৃদ্ধ আয়েশা।

যদি আপনারা যাকাত/ফেৎরার একটা অংশ অসহায়, অসুস্থ, ভুমিহীন আয়েশাকে দিয়ে সহযোগিতা করতে চান, নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে আপনার সহায়তা পৌঁছে দিতে পারেন বৃদ্ধা আয়েশার কাছে।
যোগাযোগ করতে পারেন,
মোঃনুরাল সরকার
01814719281