ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘নব দিগন্ত’ এর ইফতার সামগ্রী বিতরন

গতকাল কাশিপুর অানসার ভিডিপি ক্লাবের স্বেচ্ছাসেবীদের অনলাইন প্লাটফর্ম ‘নব দিগন্ত’ ফেইসবুক গ্রুপের উদ্যোগে ‘RAMADAN IFTAR’ নামে ১০০ পরিবারকে ইফতার সামগ্রী (মুড়ি, চিনি, খেজুর ও ছোলা বুট) বিতরন করা হয়েছে। শহরের বিসিক, পঞ্চবটি ও চাষাড়া তে দুস্থদের মাঝে এ সামগ্রী বিতরন সহ মধ্যবিত্ত পরিবারের যারা লজ্জায় চেয়ে নিতে পারে না এধরনের পরিবারকেও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সামগ্রীগুলো পৌছে দেয়া হয়।
স্বেচ্ছাসেবীদের নিজস্ব উদ্যোগে ইভেন্ট টি পরিচালিত হয়।।
ইভেন্ট চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন দলনেতা,১৫ ও ১৭ নং ওয়ার্ড দলনেতা এবং আনসার ভিডিপির সদস্যরা।।

Tag :

“রাশিয়ায় ইয়াং মেন্টর অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন বাংলাদেশের উদ্যোক্তা”

‘নব দিগন্ত’ এর ইফতার সামগ্রী বিতরন

Update Time : ১০:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০

গতকাল কাশিপুর অানসার ভিডিপি ক্লাবের স্বেচ্ছাসেবীদের অনলাইন প্লাটফর্ম ‘নব দিগন্ত’ ফেইসবুক গ্রুপের উদ্যোগে ‘RAMADAN IFTAR’ নামে ১০০ পরিবারকে ইফতার সামগ্রী (মুড়ি, চিনি, খেজুর ও ছোলা বুট) বিতরন করা হয়েছে। শহরের বিসিক, পঞ্চবটি ও চাষাড়া তে দুস্থদের মাঝে এ সামগ্রী বিতরন সহ মধ্যবিত্ত পরিবারের যারা লজ্জায় চেয়ে নিতে পারে না এধরনের পরিবারকেও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সামগ্রীগুলো পৌছে দেয়া হয়।
স্বেচ্ছাসেবীদের নিজস্ব উদ্যোগে ইভেন্ট টি পরিচালিত হয়।।
ইভেন্ট চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন দলনেতা,১৫ ও ১৭ নং ওয়ার্ড দলনেতা এবং আনসার ভিডিপির সদস্যরা।।