ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ঈদের আমেজেও ঘাম ঝড়ানো সময় পার করছে স্বপ্নের কাঁচপুর

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁওঃ
ঈদের বাকি আর মাত্র কিছুটা সময়, রাত পোহালেই ঈদুল ফিতর। দরজায় কড়া নাড়ছে ঈদের আগমনী ঘন্টা।
কিন্তু কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।
এ যেন একেবারেই তাই।

সেই যে করোনা মহামারির শুরুতে লক ডাউন থেকে কাজ শুরু হলো মানবতার বিকট ডাকে সাড়া দেয়া, এখনো তা যেন চলছেই।
ঈদেও নেই এদের থামার কোনো সম্ভাবনা।
প্রকৃত অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়ার প্রয়াসে স্থানীয় তরুণদের এই দলটি অবিরত ছুটেই যাচ্ছে এখনো অব্দি।
এদের মতে, এখনো অনেক ঘরে ঘরে আনন্দ পৌছানো বাকি, তাই পরিপূর্ণ ঈদ আনন্দের বহিঃপ্রকাশ দেখাতে পারছে না এসব তরুন।

সোনারগাঁ উপজেলার কাঁচপুরের কিছু তরুণের সমন্বয়ে বছর দুয়েক আগে গঠিত স্বপ্নের কাঁচপুর নামক ভার্চুয়াল গ্রুপটি এভাবেই ভার্চুয়ালের বাইরে এসে জন কল্যানে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
সামাজিক দায়বদ্ধতা থেকে সৃষ্ট এ গ্রুপটি ইতিমধ্যেই স্থানীয় জনসাধারণের মন জয় করে চলেছে উত্তরোত্তর।
একেক সময় একেক রকম অভিনবত্বের মাধ্যমে চমকপ্রদ সব সেবাগুলো পৌছে দিচ্ছে স্থানীয় সকল শ্রেনীপেশার মানুষের দোরগোড়ায়।

এবার ঈদে আরোও ব্যস্ত সময় পার করছে এ গ্রুপটি।

Tag :

“রাশিয়ায় ইয়াং মেন্টর অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন বাংলাদেশের উদ্যোক্তা”

সোনারগাঁয়ে ঈদের আমেজেও ঘাম ঝড়ানো সময় পার করছে স্বপ্নের কাঁচপুর

Update Time : ০৬:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁওঃ
ঈদের বাকি আর মাত্র কিছুটা সময়, রাত পোহালেই ঈদুল ফিতর। দরজায় কড়া নাড়ছে ঈদের আগমনী ঘন্টা।
কিন্তু কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।
এ যেন একেবারেই তাই।

সেই যে করোনা মহামারির শুরুতে লক ডাউন থেকে কাজ শুরু হলো মানবতার বিকট ডাকে সাড়া দেয়া, এখনো তা যেন চলছেই।
ঈদেও নেই এদের থামার কোনো সম্ভাবনা।
প্রকৃত অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়ার প্রয়াসে স্থানীয় তরুণদের এই দলটি অবিরত ছুটেই যাচ্ছে এখনো অব্দি।
এদের মতে, এখনো অনেক ঘরে ঘরে আনন্দ পৌছানো বাকি, তাই পরিপূর্ণ ঈদ আনন্দের বহিঃপ্রকাশ দেখাতে পারছে না এসব তরুন।

সোনারগাঁ উপজেলার কাঁচপুরের কিছু তরুণের সমন্বয়ে বছর দুয়েক আগে গঠিত স্বপ্নের কাঁচপুর নামক ভার্চুয়াল গ্রুপটি এভাবেই ভার্চুয়ালের বাইরে এসে জন কল্যানে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
সামাজিক দায়বদ্ধতা থেকে সৃষ্ট এ গ্রুপটি ইতিমধ্যেই স্থানীয় জনসাধারণের মন জয় করে চলেছে উত্তরোত্তর।
একেক সময় একেক রকম অভিনবত্বের মাধ্যমে চমকপ্রদ সব সেবাগুলো পৌছে দিচ্ছে স্থানীয় সকল শ্রেনীপেশার মানুষের দোরগোড়ায়।

এবার ঈদে আরোও ব্যস্ত সময় পার করছে এ গ্রুপটি।