লকডাউনে আটকে পড়া বেঁদে পরিবারের মানবেতর জীবন।
সাইমুন নিয়াত,শরণখোলা (বাগেরহাট) শরণখোলায় গোপালগঞ্জ থেকে পেশাগত কাজে আসা তিনটি বেঁদে পরিবারের ১০ সদস্য লকডাউনে আটকে পড়ে মানবেতর জীবন- যাপন করছেন। গত প্রায় একমাস ধরে তারা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের বাস স্টান্ড সংলগ্ন বালু মাঠের পিছনে একটি পতিত জমিনে অনাহারে অর্ধাহারে মানবেতর অবস্থায় জীবনযাপন করেছেন।পেশাগত কাজে তারা বাসার বাহিরে বের হলে এলাকাবাসী তাদের তাড়িয়ে… Read More »