সোনারগাঁ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন শাহপরান লাইব্রেরীর মালিক

সোনারগাঁ উপজেলারর মোগরাপাড়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের শাহপরান লাইব্রেরীর মালিক মোতালেব মিয়া (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু বরণ করেছে।

আজ (২৮জুন) রবিবার সকালে সে মৃত্যু বরণ করেন। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে ১৬ জন মৃত্যু বরণ করেছে।

মৃত মোতালেব মিয়া মোগরাপাড়া চৌরাস্তা শাহপরান লাইব্রেরীর মালিক। গত ১০ দিন আগে তার জ্বর ও কাশি ও শ্বাসকষ্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরিক্ষা করান। সেখানে তার নমুনা পরিক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর মদনপুর আল বারাকা হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর আজ রবিবার সকালে তিনি মারা যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।