কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

By | জুলাই 2, 2020

 

রয়েল হাসান

বিভাগীয় প্রতিনিধি,রংপুর:

 

কুড়িগ্রামের সদর উপজেলার মোগলপাশা ও হলোখানা ইউনিয়নে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

 

সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কানাই রায়ের শিশু কন্যা কথা রায় (২) বন্যার পানিতে ডুবে মারা যায়।

অপর দিকে বিকেলে বন্যার পানিতে ডুবে হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের আলসান আলীর পুত্র জাহিদ (১২) এর মৃত্যু হয়।

 

এনিয়ে জেলায় পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ জনে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলায় ৮৫টি মেডিকেল টিম কাজ করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।