গফরগাঁওয়ে পুকুরে ডুবে প্রাণ গেল প্রতিবন্ধী যুুবকের

আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের দেরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে অসহায় প্রতিবন্ধী যুবক রাসেল জীবিকার সন্ধানে নিজ এলাকা ছেড়ে গফরগাঁও রেলস্টেশনে এসে ভিক্ষা করতো। ওই প্রতিবন্ধী যুবক বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ গফরগাঁও রেল স্টেশন সংলগ্ন মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

সাথে সাথে কয়েকজন লোক নামে খোঁজার জন্য কিন্তু পাচ্ছিলো না। খানিকক্ষণ পর এলো ফায়ার সার্ভিসের লোকজন। তাদের ঐকান্তিক প্রচেষ্টার দুপুর সাড়ে ৩টায় মিলে রাসেলের নিথর দেহ।

সাঁতার না জানায় মানসিক প্রতিবন্ধী রাসেলের মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের গফরগাঁও স্টেশন অফিসার রাম প্রশাদ পাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।