মুছারচর একাদশকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আটবাড়ি ডায়নামিক ।
ফজলুল করিমঃ মঙ্গলবার (৩০ মার্চ) বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত সেমিফাইনালের প্রথম ম্যাচে মসুরাকান্দা একাদশকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ফতেপুর একাদশ। সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে নামে দুই ফেভারিট আটবাড়ি ডায়নামিক ও মুছারচর একাদশ। বিকাল ৪:৩০ খেলাটি শুরু হয়। টানটান উত্তেজনার মধ্যদিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শুন্যে। খেলার দ্বিতীয়ার্ধে একের পর… Read More »