ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে অবৈধ বালিপাথর উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত -৮

মোস্তাফিজুর রহমান বাবু, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ্ ইউনিয়নের কালিপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে জোরপূর্বক বালিপাথর উত্তোলনকে কেন্দ্র করে একই পরিবারের ৫ সদস্যকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে আহত করে করেছে প্রতিপক্ষ মরম আলী এবং তার পরিবারের লোকজন।

জানাযায়, বুধবার সন্ধ্যায় কালিপুরের কাদির মিয়ার বাড়ীর সামনে আনুমানিক ৭.৩০ঘটিকায় উপজেলার ধোপাজান চলতি নদীর সীমানার জমিতে বালি উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘ্যদিন চলে আসা বিরোধের জের ধরে ১) ওয়াহির রহমান(১৬), পিতা- আতাইর রহমান, ২) হাবিবুর রহমান (৩৩),পিতা-হাজী আব্দুল ছামাদ, ৩) সাইফুল ইসলাম ওরফে মজিবুর মাষ্টার(৫৫), পিতা-হাজি আব্দুস সামাদ, ৪) নূর মোহাম্মদ(৪৫), পিতা-হারুন রশিদ, ৫) সাইদুর রহমান(৬০) পিতা-মৃত আ.মান্নান প্রমূখ যাতায়াতকালে অপেক্ষারত ১) করম আলী,পিতা-জনাব আলী, ২) জহুর মিয়া,পিতা-করম আলী, ৩) ফারুক মিয়া-পিতা:করম আলী, ৪) সেলিম, পিতা-আব্দুল হাসেম, ৫)আলমগীর,পিতা-অজ্ঞাত, ৬) হেলিম, পিতা- আব্দুল হাসিম সহ ১৫-২০জনের একটি টিম দেশিয় অস্ত্র- স্বস্ত্রে সজ্জিত বাহিনী তাদের উপর আক্রমন করে। উপস্থিত মূহূর্তে প্রতিহত করতে ব্যর্থ হলে ও তাদের সুর চিৎকারে পাড়াপ্রতিবেশীদের লোকজন আসার পূর্বেই করম আলী গং এর লোকজন কুপিয়ে আহত করে হাবিবুর গংকে। উপস্থিত মূহুর্তে ঘটনার মধ্যেই বিশ্বম্ভরপুর থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিশ্বম্ভরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে বলে যানা যায়। এ ব্যপারে স্থানীয়দের অভিযোগ, মহামান্য আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করে বালি পাথর উত্তোলন করে আসছে।বিষয় নিয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে জমি নিয়ে সৃষ্ট ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমি নিজে ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে নিরসনের সর্বাত্বক চেষ্টা করি।

Tag :

“রাশিয়ায় ইয়াং মেন্টর অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন বাংলাদেশের উদ্যোক্তা”

বিশ্বম্ভরপুরে অবৈধ বালিপাথর উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত -৮

Update Time : ০৮:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

মোস্তাফিজুর রহমান বাবু, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ্ ইউনিয়নের কালিপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে জোরপূর্বক বালিপাথর উত্তোলনকে কেন্দ্র করে একই পরিবারের ৫ সদস্যকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে আহত করে করেছে প্রতিপক্ষ মরম আলী এবং তার পরিবারের লোকজন।

জানাযায়, বুধবার সন্ধ্যায় কালিপুরের কাদির মিয়ার বাড়ীর সামনে আনুমানিক ৭.৩০ঘটিকায় উপজেলার ধোপাজান চলতি নদীর সীমানার জমিতে বালি উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘ্যদিন চলে আসা বিরোধের জের ধরে ১) ওয়াহির রহমান(১৬), পিতা- আতাইর রহমান, ২) হাবিবুর রহমান (৩৩),পিতা-হাজী আব্দুল ছামাদ, ৩) সাইফুল ইসলাম ওরফে মজিবুর মাষ্টার(৫৫), পিতা-হাজি আব্দুস সামাদ, ৪) নূর মোহাম্মদ(৪৫), পিতা-হারুন রশিদ, ৫) সাইদুর রহমান(৬০) পিতা-মৃত আ.মান্নান প্রমূখ যাতায়াতকালে অপেক্ষারত ১) করম আলী,পিতা-জনাব আলী, ২) জহুর মিয়া,পিতা-করম আলী, ৩) ফারুক মিয়া-পিতা:করম আলী, ৪) সেলিম, পিতা-আব্দুল হাসেম, ৫)আলমগীর,পিতা-অজ্ঞাত, ৬) হেলিম, পিতা- আব্দুল হাসিম সহ ১৫-২০জনের একটি টিম দেশিয় অস্ত্র- স্বস্ত্রে সজ্জিত বাহিনী তাদের উপর আক্রমন করে। উপস্থিত মূহূর্তে প্রতিহত করতে ব্যর্থ হলে ও তাদের সুর চিৎকারে পাড়াপ্রতিবেশীদের লোকজন আসার পূর্বেই করম আলী গং এর লোকজন কুপিয়ে আহত করে হাবিবুর গংকে। উপস্থিত মূহুর্তে ঘটনার মধ্যেই বিশ্বম্ভরপুর থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিশ্বম্ভরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে বলে যানা যায়। এ ব্যপারে স্থানীয়দের অভিযোগ, মহামান্য আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করে বালি পাথর উত্তোলন করে আসছে।বিষয় নিয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে জমি নিয়ে সৃষ্ট ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমি নিজে ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে নিরসনের সর্বাত্বক চেষ্টা করি।