সিদ্ধিরগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

By | ফেব্রুয়ারি 21, 2022

সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভবনের ছাদে বন্ধুদের সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মো. তুষার (১২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার একটি চারতলা বাসায় এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা আঙ্গুর মিয়া সংবাদ কর্মীদের জানান, তুষার স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। রোববার বিকেলে তিন-চারজন বন্ধু মিলে চারতলা বাসার ছাদে খেলা করছিল। অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী আম্বিয়া বেগম নামের এক নারীসহ অন্যান্যরা তুষারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারে। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার ইদ্রিস আলী মিয়ার বাসায় ভাড়া থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তুষার ছিল সবার ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।