ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হরিরামপুরে ওয়ারেন্টের পাঁচ আসামি গ্রেফতার

সাকিব আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া থেকে ৫ জন জিআর আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত (২৫ এপ্রিল) সোমবার মধ্য রাতে হরিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের স্ব স্ব বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঝিটকা উজানপাড়া গ্রামের মৃত আব্দুল আলির ছেলে রহম দেওয়ান (৫৪), রহম দেওয়ানের ২য় স্ত্রী বিথি আক্তার, রহম দেওয়ানের জানাতা বাকিপুর গ্রামের আজমত খানের ছেলে শাহিন খান ওরফে মঙ্গল, শাহিন খান ওরফে মঙ্গলের স্ত্রী লাভলি আক্তার ও কালুই গ্রসমের গেন্দু মিয়ার ছেলে আকবর আলি।

জানা গেছে, রহম দেওয়ানের প্রথম স্ত্রী নাজমা আক্তারের দায়েরকৃত জিআর মামলার ওয়ারেন্ট হয় তাদের বিরুদ্ধে।

এ ব্যাপারে হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হরিরামপুর থানা এএসআই মাসুদুর রহমানের নেতৃত্বে সোমবার রাতে উপজেলার ঝিটকা উজান পাড়া থেকে জিআরের ৫ আসামি গ্রেফতার করা হয়েছে। আসামিদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ

হরিরামপুরে ওয়ারেন্টের পাঁচ আসামি গ্রেফতার

Update Time : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

সাকিব আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া থেকে ৫ জন জিআর আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত (২৫ এপ্রিল) সোমবার মধ্য রাতে হরিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের স্ব স্ব বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঝিটকা উজানপাড়া গ্রামের মৃত আব্দুল আলির ছেলে রহম দেওয়ান (৫৪), রহম দেওয়ানের ২য় স্ত্রী বিথি আক্তার, রহম দেওয়ানের জানাতা বাকিপুর গ্রামের আজমত খানের ছেলে শাহিন খান ওরফে মঙ্গল, শাহিন খান ওরফে মঙ্গলের স্ত্রী লাভলি আক্তার ও কালুই গ্রসমের গেন্দু মিয়ার ছেলে আকবর আলি।

জানা গেছে, রহম দেওয়ানের প্রথম স্ত্রী নাজমা আক্তারের দায়েরকৃত জিআর মামলার ওয়ারেন্ট হয় তাদের বিরুদ্ধে।

এ ব্যাপারে হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হরিরামপুর থানা এএসআই মাসুদুর রহমানের নেতৃত্বে সোমবার রাতে উপজেলার ঝিটকা উজান পাড়া থেকে জিআরের ৫ আসামি গ্রেফতার করা হয়েছে। আসামিদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।