সোনারগাঁয়ে গাঁজা ও ফেনসিডিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

Update Time : 11:11:07 অপরাহ্ন, রবিবার, 26 জুন 2022

সকালবিডি টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলায় একটি প্রাইভেটকার তল্লাসী করে গাঁজা ও ফেনসিডিল সহ কামাল হোসেন ভুইয়া (৪০) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

গতকাল (২৫শে জুন, রোজ- শনিবার) তাকে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাসী করা হয়। এসময় প্রাইভেটকারের বিভিন্ন স্থান থেকে ১০৪৭ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।