নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

সকালবিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-(১১)

অদ্য (৩০ জুন, রোজ– বৃহস্পতিবার) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মো. বশির হাসান (২০) এবং মো. আশিক (২২)

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র‌্যাব-১১ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি প্রকাপে তল্লাসী চালানো হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদে প্রিকাপ ভ্যান থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় এবটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটকৃকত প্রিকাপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।