সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, ভাইস চেয়ারম্যান ফেন্সীর অভিনন্দন

Update Time : 10:11:10 পূর্বাহ্ন, মঙ্গলবার, 20 সেপ্টেম্বর 2022

সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য যে, নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েই নারী ফুটবলে ইতিহাস গড়লো বাংলাদেশ।

ভাইস চেয়ারম্যান ফেন্সী এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নারী ফুটবল টিমের খেলোয়াড়, কোচসহ বাফুফের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। সেই সাথে নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।