টাঙ্গাইল নাগরপুর কাজী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

By | সেপ্টেম্বর 7, 2022

কবির হোসেন | টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ সেপ্টেম্বর, রোজ- বুধবার) সকালে উপজেলা প্রশাসন ও কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মোকনা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরহাদ আলী প্রমুখ। মা সমাবেশ শেষে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় অত্র বিদ্যালয়ের সকল ছাত্র, ছাত্রীসহ অভিভাবকগণ ও গণম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।