নারায়ণগঞ্জের বন্দরে ইমন নামে এক যুবক গত ৩ দিন থেকে নিখোঁজ

By | সেপ্টেম্বর 19, 2022

সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার বন্দরে ইমাম হোসেন ইমন (২০) নামে এক যুবক গত ৩ দিন থেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ইমন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগ এলাকার মোঃ শাহীন মিয়ার ছেলে। এ বিষয়ে বন্দর থানায় রবিবার রাতে একটি নিখোঁজ জিডি করা হয়েছে। জিডি নং- (৮১৫)।

জিডির প্রেক্ষিতে শাহীন মিয়া জানান ‘ইমন সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় রবি মোবাইল কোম্পানীর ডিএসআর হিসেবে কর্মরত ছিল। গত শনিবার বিকেল সাড়ে ৪টার পর ইমন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বহুবার যোগাযোগ করা হলেও দুটি নাম্বারই বন্ধ পাওয়া যায়। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরেও তার কোন হদিস না পেয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেছি।

উল্লেখ্য: নিখোঁজ ইমনের বাবার স্টেটমেন্ট যদি কোন হৃদয়বান ব্যাক্তি আমার ছেলের কোনো সন্ধান পেলে উল্লেখিত গকুলদাসের বাগ এলাকায় অথবা ০১৮৬৮-৭২৫৭১৩ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি’। এদিকে জিডি করার পর ইমনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বন্দর থানা পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।