নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত শাওনের বাড়িতে মির্জা ফখরুল

By | সেপ্টেম্বর 2, 2022

সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত শাওনের বাড়িতে মির্জা ফখরুল নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত শাওন প্রধানের বাড়িতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তিনি ফতুল্লার নবীননগর এলাকায় গিয়ে নিহতের মা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এসময় তিনি বলেন, শাওনকে হত্যার মাধ্যমে শুধু ব্যক্তি নয় একটি আদর্শকে হত্যা করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, এখন বলা হচ্ছে শাওন নাকি যুবদলের কর্মী নন যুবলীগ করেন। তিনি যাই করুক তাকে তো হত্যা করা যাবেনা।

এই ফ্যাসিবাদী সরকার হত্যা-গুম করে আন্দোলনকে দমিয়ে রাখতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

শনিবার (৩ সেপ্টেম্বর) সারা দেশে শাওন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।