সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম

By | সেপ্টেম্বর 6, 2022

সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

আজ (০৬ সেপ্টেম্বর, রোজ- মঙ্গলবার) থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া পারিবারিক কারণে আমেরিকায় চলে যাওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এ দায়িত্ব গ্রহণ করেন।

এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া বলেন, পারিবারিক কারণে কিছুদিনের জন্য আমি আমেরিকায় যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে সহ-সভাপতি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, সভাপতির অনুপস্থিতিতে সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন এটা একটা সাংগঠনিক নিয়ম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।