ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্রহ্মপুত্র নদে মোবারক হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতার লাশ ভেসে উঠেছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় লাশটি দেখতে পান স্থানীয়রা। মোবারক হোসেন সাদিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী। মোবারক হোসেন সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ওবায়দুল্লাহ বাদল এর বড় ভাই।

নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, গত শনিবার বিকেলে মোবারক হোসেন ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে পরদিন রোববার শরিফ মিয়া সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে লাশ ভেসে ওঠার খবর পেয়ে বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করে। পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, “ব্রহ্মপুত্র নদে হাত-পা বাঁধা একটি লাশ ভেসে ওঠার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশটি মোবারক হোসেনের বলে শনাক্ত করা হয়েছে।”

স্থানীয়দের মতে, লাশের অবস্থান এবং হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যাওয়ায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে পুলিশ বলছে, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :
About Author Information

Palash Sikder

সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

নিখোঁজের ৫ দিন পর যুবলীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Update Time : ০৮:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্রহ্মপুত্র নদে মোবারক হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতার লাশ ভেসে উঠেছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় লাশটি দেখতে পান স্থানীয়রা। মোবারক হোসেন সাদিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য এবং পেশায় রাজমিস্ত্রী। মোবারক হোসেন সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ওবায়দুল্লাহ বাদল এর বড় ভাই।

নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, গত শনিবার বিকেলে মোবারক হোসেন ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে পরদিন রোববার শরিফ মিয়া সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে লাশ ভেসে ওঠার খবর পেয়ে বৈদ্যেবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করে। পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, “ব্রহ্মপুত্র নদে হাত-পা বাঁধা একটি লাশ ভেসে ওঠার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশটি মোবারক হোসেনের বলে শনাক্ত করা হয়েছে।”

স্থানীয়দের মতে, লাশের অবস্থান এবং হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যাওয়ায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে পুলিশ বলছে, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।