ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয় সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মো. শামীম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) সকালে জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

এ ঘটনায় রবিবার (২০ জুলাই) দুপুরে সোনারগাঁ থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন।

মামলার এজহার থেকে জানা গেছে, জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের শামীম অজ্ঞাতনামা এক সহযোগী নিয়ে শনিবার (১৯ জুলাই) রাত দেড়টার দিকে জানালা দিয়ে প্রবেশ করেন। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তার শরীরের বিভিন্ন স্থানে কলম দিয়ে খুঁচিয়ে জখম করেন। তার চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী এগিয়ে এলে দরজা খুলে তারা দৌড়ে পালিয়ে যান। পরে আহতবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ভুক্তভোগীর শ্বশুর জাইদুল হক জানান, চার মাস আগে শামীর তাদের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মাদকাসক্ত। বর্তমানে ভুক্তভোগী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন। 

ভুক্তভোগীর দেবর সজিব মিয়া বলেন, শামীমকে গ্রেপ্তারের পর তার পরিবার আমাদের হুমকি দিয়ে আসছেন। অভিযুক্তের পরিবারের অব্যাহত হুমকিতে আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারে সোনারগাঁ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Update Time : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয় সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মো. শামীম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) সকালে জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

এ ঘটনায় রবিবার (২০ জুলাই) দুপুরে সোনারগাঁ থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন।

মামলার এজহার থেকে জানা গেছে, জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের শামীম অজ্ঞাতনামা এক সহযোগী নিয়ে শনিবার (১৯ জুলাই) রাত দেড়টার দিকে জানালা দিয়ে প্রবেশ করেন। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তার শরীরের বিভিন্ন স্থানে কলম দিয়ে খুঁচিয়ে জখম করেন। তার চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী এগিয়ে এলে দরজা খুলে তারা দৌড়ে পালিয়ে যান। পরে আহতবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

ভুক্তভোগীর শ্বশুর জাইদুল হক জানান, চার মাস আগে শামীর তাদের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মাদকাসক্ত। বর্তমানে ভুক্তভোগী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন। 

ভুক্তভোগীর দেবর সজিব মিয়া বলেন, শামীমকে গ্রেপ্তারের পর তার পরিবার আমাদের হুমকি দিয়ে আসছেন। অভিযুক্তের পরিবারের অব্যাহত হুমকিতে আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।