
সকালবিডি টুয়েন্টিফোর ডটকম: মেট্রোরেল এমআরটি লাইন- ২ প্রকল্পে নারায়ণগঞ্জ কে যুক্ত করার পদক্ষেপ নিতে নাসিক এর প্রশাসকের নিকট দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
অদ্য- ১৮ সেপ্টেম্বর, রোজ- বৃহস্পতিবার বিকেলে নাসিক এর নগর ভবনের সম্মেলন কক্ষে নবাগত প্রশাসকের সঙ্গে মিটিংয়ে এই দাবি জানিয়েছেন চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া।
এসময় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ এবং ডাবল রেল লাইন প্রকল্প নিয়ে সৃষ্ট জটিলতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, প্রধান প্রকৌশলী আব্দুল আজিজ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেন, নারায়ণগঞ্জ যদি অচল হয় তাহলে অর্থনীতি অচল হয়ে যাবে। এজন্য মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি। এছাড়াও নির্মাণাধীন কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখের ল্যান্ডিং প্রবলেম সলভ করার জন্য দাবি জানিয়েছি। ডাবল রেললাইন প্রকল্প ক্রসিংগুলো ফ্লাইওভার করার দাবি জানিয়েছি। নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী পুরনো শহর। এই শহরের ঐতিহ্য যাতে ফিরে আসে নারায়ণগঞ্জবাসী যাতে নাগরিক সুবিধাগুলো পায় সেদিকে আমরা চেষ্টা করে যাচ্ছি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের বিজনেস হাব। নারায়ণগঞ্জ যদি কোন কারণে অচল হয়ে যায় তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে। বাণিজ্যিকভাবে চিটাগাং এর পরে নারায়ণগঞ্জের গুরুত্ব সবচেয়ে বেশী। নারায়ণগঞ্জ চেম্বারের দাবিগুলো নিয়ে তিনি সংশ্লিষ্ট উর্ধতনদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন।