
সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সোনারগাঁ পৌরসভার উদ্যোগে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ উন্নয়নে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার এই কার্যক্রমটি সোনারগাঁও জি আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াছিন নোবেল, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার সানোয়ার, সোনারগাঁও উপজেলা তাতীদল সভাপতি বুলবুল আহমেদ, পৌরসভা তাতীদল সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মো মিলন পাঠান।
সভাপতিত্ব করেন সোনারগাঁও পৌরসভা তাতীদল সভাপতি আলী আকবর।
উক্ত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ও স্থানীয়রা পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার পাশাপাশি গাছ রোপণের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেন।