ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরের শুরুতেই অপ্পোর ফাইভজি ফোন!

অপ্পো তাদের ফাইভজি ফোনের পরীক্ষা অন্তত আরও এক বছর আগেই শুরু করেছে।

প্রতিষ্ঠানটির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও চীনের বিজনেস বিভাগের প্রধান ব্রেইন শেন সোমবার ফাইভজি ফোন পরীক্ষায় সফলতা এসেছে বলে দাবি করেছেন।

তিনি নিশ্চিত করেছেন, আগামী বছরের শুরুর দিকেই অপ্পো ফাইভজি চলে এমন ফোন বাজারে ছাড়বে।

এই পরীক্ষার জন্য অপ্পো বিশেষভাবে তৈরি আর১৫ মডেলের হ্যান্ডসেট ব্যবহার করেছে। যেটাতে তারা ফাইভজি গতির ইন্টারনেট গতিতে সফলতা পেয়েছে। পরীক্ষাটি চালানো হয়েছে অপ্পোর কমিউনিকেশন প্রোটোকল ল্যাবরেটরিতে, যেখানে গত আগস্টে স্ন্যাপড্রাগনের এক্স৫০ মডেমটির পরীক্ষা করেছিল।

শেন জানান, অপ্পোর লক্ষ্য সর্বপ্রথম ব্র্যান্ড হিসেবে ব্যবসায়িকভাবে ফাইভজি স্মার্টফোন বাজারে আনা। এজন্যই প্রতিষ্ঠানটি ফাইভজিতে অধিক পরিমাণে বিনিযোগ করছে এবং সবার সামনে থাকতে চাইছে।

চলতি বছরের শুরুর দিকে অপ্পো বিশ্বের প্রথম হিসেবে ফাইভজি প্রযুক্তিতে থ্রিডি ভিডিও কল করে দেখিয়েছিল বলে জানান শেন।

এখন অপেক্ষা করতে হবে সামনের বছর পর্যন্ত। অপ্পো কবে নাগাদ ফোনটি বাজারে নিয়ে আসতে পারে।

প্রকাশক তানজির আহম্মেদ সানি তপদার

Tag :

চলছে অনুরাগের জাঁকজমকপূর্ণ প্রস্তুতি

নতুন বছরের শুরুতেই অপ্পোর ফাইভজি ফোন!

Update Time : ০২:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮

অপ্পো তাদের ফাইভজি ফোনের পরীক্ষা অন্তত আরও এক বছর আগেই শুরু করেছে।

প্রতিষ্ঠানটির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও চীনের বিজনেস বিভাগের প্রধান ব্রেইন শেন সোমবার ফাইভজি ফোন পরীক্ষায় সফলতা এসেছে বলে দাবি করেছেন।

তিনি নিশ্চিত করেছেন, আগামী বছরের শুরুর দিকেই অপ্পো ফাইভজি চলে এমন ফোন বাজারে ছাড়বে।

এই পরীক্ষার জন্য অপ্পো বিশেষভাবে তৈরি আর১৫ মডেলের হ্যান্ডসেট ব্যবহার করেছে। যেটাতে তারা ফাইভজি গতির ইন্টারনেট গতিতে সফলতা পেয়েছে। পরীক্ষাটি চালানো হয়েছে অপ্পোর কমিউনিকেশন প্রোটোকল ল্যাবরেটরিতে, যেখানে গত আগস্টে স্ন্যাপড্রাগনের এক্স৫০ মডেমটির পরীক্ষা করেছিল।

শেন জানান, অপ্পোর লক্ষ্য সর্বপ্রথম ব্র্যান্ড হিসেবে ব্যবসায়িকভাবে ফাইভজি স্মার্টফোন বাজারে আনা। এজন্যই প্রতিষ্ঠানটি ফাইভজিতে অধিক পরিমাণে বিনিযোগ করছে এবং সবার সামনে থাকতে চাইছে।

চলতি বছরের শুরুর দিকে অপ্পো বিশ্বের প্রথম হিসেবে ফাইভজি প্রযুক্তিতে থ্রিডি ভিডিও কল করে দেখিয়েছিল বলে জানান শেন।

এখন অপেক্ষা করতে হবে সামনের বছর পর্যন্ত। অপ্পো কবে নাগাদ ফোনটি বাজারে নিয়ে আসতে পারে।

প্রকাশক তানজির আহম্মেদ সানি তপদার