গফরগাঁওয়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থী নিহত

By | অক্টোবর 3, 2021

আশিকুজ্জামান মিজান ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে সাগর(১৮)নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার দুপুর ৪ টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে।
নিহত সাগর ওই এলাকার হোসেন মিয়ার ছেলে ও স্থানীয় হুরমত উল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় পরিবার সূত্রে জানা যায়, আকাশ মেঘলা দেখে বাড়ির পাশের জমি থেকে গরু বাড়িতে আনতে গেলে পথে বজ্রপাতে সাগরের মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুঃখজনক ঘটনা। ছেলেটা পুলিশে চাকুরির জন্য আবেদন করেছে। কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।