সোনরগাঁয়ে অতিরিক্ত মদ পানে একজনের মৃত্যু

By | অক্টোবর 23, 2021

 

সোনরগাঁয়ে অতিরিক্ত মদ পানে গোবিন্দ বিশ্বাস ( ৩৬ ) নামে এক সেলুন ব্যবসায়ির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ অক্টোব) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত গোবিন্দ বিশ্বাস পৌরসভার হরিষপুর গৌরবদী গ্রামের মৃত ধনঞ্জয় বিশ্বাসের ছেলে এবং উপজেলার বাংলাবাজার এলাকার নরসুন্দর।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপূজা উপলক্ষে গোবিন্দ বিশ্বাস বন্ধুদের সাথে মদ পান করে অসুস্থ্য হয়ে পরে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ অক্টোবর) তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, মদপানে যুবকের মৃত্যুর খবর শুনে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।