মনোনয়ন প্রত্যাহার করে রুহুল আমিন সরকারকে সমর্থন দিল রিপন ভূঁইয়া

By | নভেম্বর 12, 2021

আসন্ন সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ রিপন ভূঁইয়া প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি নির্বাচন কমিশন থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এরপর সন্ধায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেম্বার প্রাথী ও সাবেক মেম্বার রুহুল আমিন সরকারের গলায় ফুলের মালা উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেন রিপন ভূঁইয়া ও তার কর্মী সমর্থকরা। এ সময় উল্লসিত দুই পক্ষের নেতারা একে অপরকে মিষ্টিমুখ করান।

সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া মেম্বার প্রার্থী মোঃ রিপন ভূঁইয়া বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমি মনোনয়ন প্রত্যাহার করে সাবেক সফল মেম্বার রুহুল আমিন সরকার কে সমর্থন জানাচ্ছি। আমি ও আমার কর্মীবাহীনি আজ থেকে রুহুল আমিন সরকার কে সমর্থন দিয়ে যাবো।

সংবাদ সম্মেলনে মেম্বার প্রার্থী ও সাবেক মেম্বার রুহুল আমিন সরকার বলেন, রিপন ভূঁইয়ার সমর্থন দেয়ার মধ্য দিয়ে আমরা জয়ের পথে অনেক দূর এগিয়ে গেলাম। আগামীতে আমরা কাঁধে কাঁধ রেখে সবাই একসঙ্গে ৩নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করব। বড় বড় প্রকল্প এনে আধুনিক ও মেগা ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।