ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

By | ফেব্রুয়ারি 15, 2022

আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নে মহাসড়কের পাশে পরে থাকা মোজাম্মেল(২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারী) সকালে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত মোজাম্মেল পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার সাভার গ্রামের ফরিদ মিয়ার বড় ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতাকাল রাতে নিহত মোজাম্মেল তার বাবা মোঃ ফরিদকে ফোন করে বলেছিল “আমি এক্সিডেন্ট করেছি, তাড়াতাড়ি বিশ হাজার টাকা পাঠাও” এই বলে ফন রেখে দেন।কিন্তু টাকা কোথায়, কীভাবে পাঠাবে কিছুই বলেনি।রাতে অনেক খোঁজা-খুঁজি করে তার খোঁজ না পেলে।সকালে আঠারোবাড়ি এক লোকের মাধ্যমে তার লাশ পরে থাকার খবর পাওয়া যায়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি ছিনতাইকালে বাঁধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।