আড়াইহাজারে বিপুল পরিমাণে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার–১

By | সেপ্টেম্বর 16, 2022

সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালয়ে ৬৭ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‍্যাব-(৩)। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি মোবাইল ও নগদ দুই হাজার একশত ষাট টাকা জব্দ করা হয়।

অদ্য (১৬ সেপ্টেম্বর, রোজ- শুক্রবার) দুপুরে আড়াইহাজার এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ হতে ঢাকা অভিমূখে একটি ট্রাক থেকে মো. ছায়েদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ছায়েদ মিয়া (৪২)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে।

র‍্যাব জানায়, তার স্বীকারোক্তি মোতাবেক ট্রাকের ভিতরে চালকের বাম পার্শ্বের ছিটের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত ওই ট্রাক, একটি ৩টি মোবাইল ও নগদ দুই হাজার, একশত, ষাট টাকা জব্দ করেছে র‍্যাব। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।