সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

By | সেপ্টেম্বর 21, 2022

আমির হোসাইন | সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিন (২৮) ও হিরন মিয়া (৩৩) নামক দুই যুবককে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

থানা ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার চৌকস এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ গতকাল ২০ শে সেপ্টেম্বর, রোজ- মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামলা নং-৯ (০৯) ২২ এর এজাহারনামীয় আসামী উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘিপুড়া গ্রাম নিবাসী মোঃ মিলন্দর আলীর ছেলে মোঃ সাহাব উদ্দিন (২৮) ও ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ ফজর আলীর ছেলে হিরন মিয়া (৩৩) একসাথে এই দুজনকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতদের দুই মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী সাহাব উদ্দিন ও হিরন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদ্বয়কে আজ (২১ শে সেপ্টেম্বর, রোজ- বুধবার) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।