জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলতা কামনা করেছেন জিন্নাহ

By | অক্টোবর 22, 2022

সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: দীর্ঘ ২৫ বছর পর রবিবার (২৩ অক্টোবর ) ২০২২ নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত সম্মেলনের সফলতা কামনা করেছেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ জানান, আগামী (২৩ অক্টোবর) ‘নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত খুঁশির ও আনন্দের বিষয়। যারা এ উদ্যোগ নিয়েছেন বিশেষ করে কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ কে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

আমি মনে করি একটি সুন্দর ও ঐতিহাসিক সম্মেলন হতে যাচ্ছে। যারা নেতৃত্বে আসবেন তাদের মাধ্যমে দল সংগঠিত হবে এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। আমি এই সম্মেলনের সফলতা কামনা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।