
বিনোদন প্রতিবেদকঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মেগাস্টারখ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে প্রধান উপদেষ্টা করে গঠিত হলো অনুরাগ সামাজিক- সাংস্কৃতিক সংগঠন। উপদেষ্টা পরিষদে আরো আছেন চলচ্চিত্র অভিনেতা ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শিবা শানু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিনের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, পাশাপাশি সাংবাদিক মোস্তফা মতিহারকে সভাপতি ও অভিনেত্রী রুবিনা আলমগীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক করে সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে৷ চলছে প্রস্তুতি জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ৩ অক্টোবর সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হবে। এর মধ্যে সংগঠনটির থিম সং প্রকাশিত হয়েছে “Rubina Alomgir” ইউটিউব চ্যানেল। অনুরাগ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জানান, দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি দেশের নানা সংকটে সংগঠনটি সামাজিক কাজে অবদান রাখবে।