ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একুশ আমার এস.এম.জুবায়েদ ইবনে সাঈদ

একুশ আমার
এস.এম.জুবায়েদ ইবনে সাঈদ

একুশ আর একুশ নেই
শহিদ মিনারের মূল্য নেই।
শহিদ মিনার..!
সে তো আজ একটা পিলার
কেইবা মূল্য দিতে জানে তার?
কে আছো জোয়ান,
হও আগোয়ান
রুখতে হবে তাদের,
ঠিকাতে হবে মিনার।

এটা শহিদের সম্মান।
হে দুরন্ত,
জুতার ধুলি দিয়া তব
করো কেন অপমান?
এটা তো আমাদের ভাই,
আমাদের পূর্বপুরুষের সৃতির আখ্যান।

যারা মোদের জন্য ভাষা এনেছে কাড়িয়া
ফেলিয়া স্বাদ, ফেলিয়া সপ্ন-
নিজের সাধ্য দিয়া।
কি পেলো তারা, কি দিলাম তাদের?
পাইনি শান্তি,পাইনি সিট গনমঞ্চের।
রচনাকাল:১৯/০২/২০১৯ ইং
রাঘবপুর, সদর ময়মনসিংহ

Tag :
জনপ্রিয় সংবাদ

রোগীদের শতভাগ সেবা নিশ্চিতে নিরলস কাজ করছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশরাফুল আমিন।

একুশ আমার এস.এম.জুবায়েদ ইবনে সাঈদ

Update Time : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯

একুশ আমার
এস.এম.জুবায়েদ ইবনে সাঈদ

একুশ আর একুশ নেই
শহিদ মিনারের মূল্য নেই।
শহিদ মিনার..!
সে তো আজ একটা পিলার
কেইবা মূল্য দিতে জানে তার?
কে আছো জোয়ান,
হও আগোয়ান
রুখতে হবে তাদের,
ঠিকাতে হবে মিনার।

এটা শহিদের সম্মান।
হে দুরন্ত,
জুতার ধুলি দিয়া তব
করো কেন অপমান?
এটা তো আমাদের ভাই,
আমাদের পূর্বপুরুষের সৃতির আখ্যান।

যারা মোদের জন্য ভাষা এনেছে কাড়িয়া
ফেলিয়া স্বাদ, ফেলিয়া সপ্ন-
নিজের সাধ্য দিয়া।
কি পেলো তারা, কি দিলাম তাদের?
পাইনি শান্তি,পাইনি সিট গনমঞ্চের।
রচনাকাল:১৯/০২/২০১৯ ইং
রাঘবপুর, সদর ময়মনসিংহ