উত্তরায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫

By | অক্টোবর 17, 2018

রাজধানীর উত্তরখানে গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন।
বুধবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান দগ্ধ ডাবলু মোল্লা। এর আগে গত রাতে মারা যান আরেক দগ্ধ আফরোজা আক্তার পূর্ণিমা। গত শনিবার ভোরে উত্তরখানে ওই আগুনের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। ওই ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন আরো ৩ জন। তারা সবাই একই পরিবারের সদস্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।