রংপুরে ছাত্রাবাস থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

By | অক্টোবর 17, 2018

রংপুরের একটি ছাত্রাবাস থেকে নাহিদ মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে নগরীর হনুমানতলা এলাকার আল্লাহর দান ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাহিদ মিয়া লালমনিরহাটের সদর উপজেলার তালুক হারাটি গ্রামের নবিবার রহমানের ছেলে। তিনি রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, নাহিদ হনুমানতলা এলাকার আল্লাহর দান ছাত্রাবাসের ৬ নম্বর রুমে থাকতেন। মঙ্গলবার রাতের খাবার খেয়ে নাহিদ তার রুমে যান। বুধবার সকালে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তার কক্ষে ডাকাডাকি করলেও কোন সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।