কক্সবাজারে ১৩ হাজার ইয়াবাসহ আটক ১

By | অক্টোবর 18, 2018

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বাজার থেকে ১৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭ আজ বিকাল সাড়ে ৩টার দিকে বাজারের রহমতের বিল রোডস্থ ফারুক মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জিয়াউর ররহমানকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী মো. জিয়াউর রহমান (২৬) উখিয়া থাইংখালী রহমতের বিল এলাকার কামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান জানান, আটক মাদক ব্যবসায়ী ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। তার বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।