ওনিস্ব ( ওদের নিয়ে স্বপ্ন) শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ২০২০

By | জানুয়ারি 12, 2020

সুমনাঃ ১৯ সেপ্টেম্বর ২০১৮ সালে কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের কিছু স্বপ্নসারথী শিক্ষার্থীদের উদ্দ্যেগে আমাদের ওনিস্ব (ওদের নিয়ে স্বপ্ন) সংগঠন এর পথ চলা শুরু হয়েছে।।
আমাদের সংগঠনের পক্ষ থেকে গত বছর শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং ঈদুল ফিতরের পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবছর ও আমাদের সংগঠন (ওনিস্ব) থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে.. কম্বল বিতরণ কার্যক্রম রাস্তা ঘাট এবং নদীর পারে সারাদিন জীবন যুদ্ধের পর যাদের শান্তির ঘুমটুকু জুটেনি ওনিস্ব টিম শুধু তাদের পাশে থাকার সামান্য চেষ্টা করেছে,,সফলতা রব ই ভালো জানেন। ……শুরু হয় রাত ১২.০০ থেকে রাত ৩.০০ টা পর্যন্ত। কম্বল বিতরণের স্থান ছিলো সোহরাওয়ার্দী কলেজ এর ফুটপাত থেকে শুরু করে বাবুবাজার ব্রিজের নিচ _ সদরঘাট হয়ে কবি নজরুল সরকারি কলেজ পর্যন্ত আমাদের কার্যক্রম সম্পন্ন হয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।