ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নব দিগন্ত গ্রুপের উদ্যোগে পালিত হলো করোনা ভাইরাস শীর্ষক ‘সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরন’ কর্মসূচী।

নিজস্ব প্রতিনিধিঃ দিগন্ত গ্রুপের উদ্যোগে ও অানসার ভিডিপি ক্লাব কাশিপুর শাখার সহযোগিতায় পালিত হলো করোনা ভাইরাস শীর্ষক ‘সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরন’ কর্মসূচী। নগরীর গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে তারা করো মাইকিংসহ প্রায় এক হাজার পিস মাস্ক বিতরন করেন।
নাসিক ১৭নং ওয়ার্ড দলনেতা মোহাম্মদ নাহিদ বলেন, অামরা করোনা ভাইরাস সম্পর্কে চেষ্টা করেছি যেনো সকলে এ বিষয়ে সচেতন হয় এবং যথাযথ সতর্কতা যেন তারা গ্রহন করে।
কাশিপুর ইউনিয়ন দলনেতা মোঃ তাওলাদ হোসেন বলেন, করোনা ভাইরাস মূলত খুব দ্রুত সংক্রমিত হওয়ার মতো একটি রোগ। তাই অামরা এ ব্যপারে জনসাধারণ কে সচেতন সহ মাস্ক বিতরনের সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে অামাদের সকল স্বেচ্ছাসেবীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও লক্ষ্য করি।
এছাড়াও উপস্থিত ছিলেন, নব দিগন্ত এবং অানসার ও ভিডিপির সদস্য/সদস্যাসহ সকল স্বেচ্ছাসেবীবৃন্দ।

Tag :

মামুন মাহমুদের বিরুদ্ধে মনিরুল ইসলাম রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ

নব দিগন্ত গ্রুপের উদ্যোগে পালিত হলো করোনা ভাইরাস শীর্ষক ‘সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরন’ কর্মসূচী।

Update Time : ০৩:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ দিগন্ত গ্রুপের উদ্যোগে ও অানসার ভিডিপি ক্লাব কাশিপুর শাখার সহযোগিতায় পালিত হলো করোনা ভাইরাস শীর্ষক ‘সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরন’ কর্মসূচী। নগরীর গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে তারা করো মাইকিংসহ প্রায় এক হাজার পিস মাস্ক বিতরন করেন।
নাসিক ১৭নং ওয়ার্ড দলনেতা মোহাম্মদ নাহিদ বলেন, অামরা করোনা ভাইরাস সম্পর্কে চেষ্টা করেছি যেনো সকলে এ বিষয়ে সচেতন হয় এবং যথাযথ সতর্কতা যেন তারা গ্রহন করে।
কাশিপুর ইউনিয়ন দলনেতা মোঃ তাওলাদ হোসেন বলেন, করোনা ভাইরাস মূলত খুব দ্রুত সংক্রমিত হওয়ার মতো একটি রোগ। তাই অামরা এ ব্যপারে জনসাধারণ কে সচেতন সহ মাস্ক বিতরনের সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে অামাদের সকল স্বেচ্ছাসেবীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও লক্ষ্য করি।
এছাড়াও উপস্থিত ছিলেন, নব দিগন্ত এবং অানসার ও ভিডিপির সদস্য/সদস্যাসহ সকল স্বেচ্ছাসেবীবৃন্দ।