নিজে বাচো অন্যকে বাচাও গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হলো।

By | ফেব্রুয়ারি 14, 2020

নিজে বাচো অন্যকে বাচাও গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হলো নারায়নগঞ্জের পলি ক্লিনিক পঞ্চম তলা কনফারেন্স রুমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ এর বিশিষ্ট ব্যাক্তি বর্গ সামাজিক সংগঠন ও নিজে বাচো অন্যকে বাচাও গ্রুপের সম্মানিত মেম্বার গন।

উক্ত অনুষ্ঠানে সসম্মাননা প্রদান করা হয়
নারায়ণগঞ্জ এর বিভিন্ন সামাজিক সংগঠন গুলো কে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজে বাচো অন্যকে বাচাও গ্রুপের সিনিয়র এডমিন মুহাম্মাদ আলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃকামরুল হাসান
প্রেসিডেন্ট রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা নিউ সিটি।
মোহাম্মদ নাহিদ
নাসিক ১৭ নং ওয়ার্ড লিডার
আনসার ভিডিপি।
হুমায়ুন কবির মৃধা
সদস্য রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা নিউ সিটি ও সিনিয়র সদস্য আনসার ভিডিপি ক্লাব কাশিপুর।
রওশান আরা
এডমিন ইসলাম দ্যা রিলিজিয়ন অফ পিস ও নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাব।
নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাব এন এফ সি র পক্ষে ছিলেন এডমিন প্যানেল আল মামুন প্রিয়ন রফিকুল ইসলাম কুয়াশা, মোজাম্মেল,সেতু,রাকিব,পান্না ও শোভন।
নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ এর পক্ষে ছিলেন আল আমিন, তুরাগ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজে বাচো অন্যকে বাচাও গ্রুপের সম্মানিত সিনিয়র এডমিন মাহাবুব উল্লাহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।