সোনারগাঁ উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটিকে দেলোয়ার হোসেন এর অভিনন্দন

By | ফেব্রুয়ারি 20, 2020

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন শুভেচ্ছা জানান ও তিনি আহ্বায়ক কমিটির সাফলতা কামনা করেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসের ১৫ তারিখে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুমকে যুগ্ন আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। এই আহ্বায়ক কমিটির বিরুদ্ধে আওয়ামী লীগের ৪০ জন বিরোধিতা করে কেন্দ্রে একটি চিঠি প্রেরণ করেন। যা পর্যালোচনা করে ১৯ ফেব্রুয়ারি বুধবার কেন্দ্রীয় নেতারা’ সাবেক কমিটিকে বিলুপ্ত করে’ উক্ত আহ্বায়ক কমিটিকেই বৈধ ঘোষণা করেন ও সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।