পরিবর্তনের ঢেউ লেগেছে: এরশাদ

By | অক্টোবর 20, 2018

পরিবর্তনের ঢেউ লেগেছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষ পরিবর্তন চাই, দেশে পরিবর্তনের ঢেউ লেগেছে। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দিবো। জোটগত ভাবে নির্বাচন করবো। রাজনৈতিক মেরুকরন হবে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টি দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সংসদে প্রতিনিধিত্ব আছে এমন দল থেকে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

প্রকাশক তানজির আহম্মেদ সানি তপদার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।